ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন চকলেট সিরাপ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ১৬, ২০২২

বাচ্চা থেকে বড় সবার পছন্দ চকলেট সিরাপ। কেক থেকে শুরু করে কফি সাজানোতেও ব্যবহার হয় এটি। আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- গুঁড়া দুধ ১ কাপ,

- গুঁড়া চিনি ১ কাপ,

- ফুটন্ত গরম পানি আধা কাপ,

- বাটার ২ টেবিল চামচ,

আরো পড়ুনঃ থাইরয়েডের সমস্যা থাকলে সন্তান নেওয়া যাবে?

- কোকো পাউডার ২ টেবিল চামচ,

- সয়াবিন তেল ৩ টেবিল চামচ।

প্রণালীঃ প্রথমে একটি ব্লেন্ডারে জগে ফুটন্ত গরম পানি, গুঁড়া দুধ, গুঁড়া চিনি আর বাটার নিয়ে ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবেন।

এরপর মিশ্রণ একটি কাপে নিয়ে এর মধ্যে কোকো পাউডার আর সয়াবিন তেল দিয়ে আবারো ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment