চিকেন লা জবাব রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • এপ্রিল ২, ২০২৪

কাবাব খেতে কে না পছন্দ করে! আজ থাকছে চিকেন লা জবাব রেসিপি -

যা লাগবে :

মুরগির মাংস কিউব ১ কাপ, সিসিমি অয়েল ১/২ চা চামচ, আদা বাটা ১/৪ চা চামচ, রসুন বাটা ১/৪ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, মাস্টার্ড পেস্ট ১/২ চা চামচ, লেবু ১ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, চিলি সস ১ টেবিল চামচ, চাট মসলা ১/৪ চা চামচ, ভাজা বেসন ১ টেবিল চামচ, টকদই ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেল পরিমাশ মতো, লবণ স্বাদমতো।

আরো পড়ুন:
কাটা মসলায় গরুর মাংসের রেসিপি 
বিফ থাই সালাদের রেসিপি
ঘরেই যেভাবে তৈরি করবেন ব্যাম্বো চিকেন
যেভাবে করবেন :

প্রথমে মুরগির মাংসে সিসিমি অয়েল, আদা বাটা, লবণ, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, মাস্টার্ড পেস্ট, লেবুর রস, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, চিলি সস, চাট মসলা, গরম মসলা, বেসন, টকদই ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে মেরিনেট করে রাখুন। এখন মেরিনেট করা মাংস কাঠিতে গেঁথে নিয়ে অল্প তেলে ভেজে নিন। ভাজা হয়ে এলে উঠিয়ে পরিবেশন করুন চিকেন লা জবাব। 

পোস্ট ক্রেডিট: যুগান্তর 
ছবি: Boldsky Bengali

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment