বাদামের কটকটি 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ৩১, ২০১৮

উপকরণ: 

১. চীনাবাদাম- ২ কাপ

২. গুড়- ১ কাপ

৩. ঘি- ১/২ চামচ

৪. এলাচ- ৪-৫ টা (গুঁড়ো করা)

প্রণালী : একটা বড় বাটি নিয়ে গরম করুন। যখন দেখবেন বাটিটা ভালো রকম গরম হয়ে গেছে তখন তাতে চীনাবাদামগুলি দিয়ে ভালো করে ফ্রাই করুন। চীনাবাদামগুলি লালচে খয়েরি রঙের হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এবার ভাজা চীনাবাদামগুলিকে একটা প্লেটে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। ফ্রাই করার আগে মনে করে চীনাবাদামের খোসাটা ছাড়িয়ে নেবেন কিন্তু! এবার একটা চাটু নিয়ে গরম করুন। যখন দেখবেন চাটুটা ভাল মতন গরম হয়ে গছে, তখন তাতে গুড়টা দিয়ে দিন।

চাটুতে এক চামচ ঘি দিন। গুড়টাকে তরল করতে পরিমাণ মতো জল মেশান। যখন গুড়টা গলে যাবে, তখন তাতে চীনাবাদমগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কম করে ১০-১৫ মিনিট ভাল করে নারান। মিশ্রনটিকে ঘন করুন। এবার একটা প্লেট নিয়ে তাতে ভাল করে ঘি মাখান। মিশ্রনটি এবার প্লেটে ঢালুন। ১০ মিনিট সময় দিন যাতে মিশ্রনটি ঠান্ডা হয়ে যায়। যখন দেখবেন মিশ্রনটি জমে গেছে তখন একটা ছুরি নিয়ে কটকটির বড় পিসটাকে যতগুলি টুকরো করার ইচ্চা করে ফেলুন। এবার কটকটি খানা পরিবেশন করুন। বাচ্চাদের কেমন লাগলো খেতে? আমাদের তা জানাতে ভুলবেন না কিন্তু!

তথ্য এবং ছবি : গুগল

Leave a Comment