চকলেট ফাজ

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • এপ্রিল ৯, ২০১৮

উপকরণঃ  

- ৩/৪ কাপ চকলেট চিপস

- ১/৪ ক্যান কনডেন্সড মিল্ক

- ১ টেবিল চামচ বাটার

- ১/৪ কাপ আখরোট (যদি ঘরে থাকে)

প্রণালী : চকলেট চিপস, মিষ্টি কনডেন্সড মিল্ক, এবং বাটার একটি মাইক্রোওয়েভ ওভেনের বাটিতে ঢালুন। তারপর চকলেট চিপস গলে যাওয়া পর্যন্ত তিন থেকে পাঁচ মিনিট মাঝারি আঁচে ওভেনে মিশ্রণটি রাখতে হবে । এই রান্নার ফাঁকে ফাঁকে মিশ্রণটি নেড়ে দিতে হবে। আখরোট  থাকলে রান্নায় নাট মিশিয়ে দিয়ে আবার নাড়ুন। তিন থেকে পাঁচ মিনিট পর ওভেন থেকে বের করে ফ্রীজে রাখুন। খাবার সেট হয়ে এলে পরিবেশন করুন।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment