বাড়িতেই তৈরী করুন আনারস জ্যাম

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • এপ্রিল ২৮, ২০১৮

উপকরণ: 

- আনারসের পাল্প ৩ কাপ

- অ্যাগার অ্যাগার দেড় চা-চামচ

- সাইট্রিক অ্যাসিড আধা চা-চামচ

- আদাবাটা ১ চা-চামচ

- চিনি সাড়ে তিন কাপ

- সোডিয়াম বেনজয়েট সিকি চা-চামচ

- আনারস এসেন্স ১ চা-চামচ

- লবণ আধা চা-চামচ

প্রণালি: আনারস দুই ভাগ করে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। অথবা ব্লেন্ড করে নিন। এবার চিনিসহ চুলায় সেদ্ধ দিন। সঙ্গে আদা ও লবণ দিয়ে দিন। অ্যাগার অ্যাগার গরম পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে আনারসের মিশ্রণে ঢেলে দিন। আনারস যখন ঘন থকথকে হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড ও পাইনঅ্যাপল এসেন্স দিয়ে মিশিয়ে দিন। এবার নামিয়ে বয়ামে ঢেলে সংরক্ষণ করুন।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment