নিমের স্বাস্থ্য উপকারীতা জানুন একনজরে

  • কবিতা আক্তার
  • আগস্ট ২৩, ২০১৯

নিম ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া নাশক হিসেবে, ভাইরাস নাশক হিসেবে ব্যবহৃত হয়। ম্যালেরিয়া নিরাময়, দাঁতের চিকিৎসা, জ্বর কমাতে এবং জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আসুন জেনে নেই

- বুকের ভেতরে কফ জমে গেলে ৩০ ফোঁটা নিম পাতার রস গরম পানির সাথে মিশিয়ে ৩ থেকে ৪ বার খেলে বুকের ব্যথা কমে যায়। তবে গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের এটি ব্যবহারযোগ্য নয়।

- ছোট শিশুদের পেটে কৃমি হলে ৫০ গ্রাম নিম গাছের ছালের মূলের গুড়া সামান্য গরম পানির সাথে মিশিয়ে দিনে ৩বার খেলে উপকার পাওয়া যায়।

- নিমের পাতা বেটে মাথায় দিয়ে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেললে উকুননাশক হিসেবে কাজ দেয়।

- নিমপাতা গরম পানিতে সেদ্ধ করে গোছল করলে খোসপাঁচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি কমে যায়।

- পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের পাতার রস লাগালে উপকার পাওয়া যায়।

- নিমের পাতা বা ছাল অথবা নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। দাঁত হয় মজবুত ও রোগমুক্ত।

কেএস/

Leave a Comment