এই গরমে জানুন কাঁচা আমের শরবত রেসিপি

  • কামরুন নাহার স্মৃতি
  • আগস্ট ২৮, ২০১৯

উপকরণ

 

- কাঁচা আম ২টি,

- চিনি পরিমাণমতো,

- বিটনুন পরিমাণমতো,

- কাঁচা মরিচ,

- বরফ কুচি সামান্য।

প্রণালী

আম খোসাসহ পুড়িয়ে নিয়ে ঠান্ডা হলে ছিলে নিন। আমের নরম অংশ নিয়ে তাতে উপকরণগুলো মেশান। সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। বরফ কুচি পরিবেশন করুন নিজের পছন্দমতো। তৈরি হয়ে গেল এই গরমে মজাদার কাঁচা আমের শরবত।

কেএস/

Leave a Comment