দুধে ভেজাল চেনার উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ৭, ২০২০

দুধ থেকে মাখন তুলে নিলে বা দুধে পানি মেশানো দুধ এর আপেক্ষিক গতির পরিবর্তন ঘটে। যা ল্যাকটোমিটার যন্ত্রের সাহায্যে খুব সহজেই ধরা পড়ে যায়। যন্ত্রকে ফাঁকি দেওয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা আটা, গুঁড়া দুধ, ময়দা এমনকি চালের গুঁড়ো দুধের সঙ্গে মেশান।

আরো পড়ুনঃ ত্বকে তারুণ্য ধরে রাখতে করণীয়

এতে দুধের আপেক্ষিক ঘনত্বের খুব বেশি হেরফের হয় না। দুধে এসব ভেজাল মেশানো আছে কি না, তা জানার জন্য দুই চামচ দুধ একটি কাপে নিন। এতে দুই ফোঁটা টিংচার আয়োডিন মেশান। দুধের রং হালকা নীল হলে বুঝবেন এতে ভেজাল হিসেবে আটা বা ময়দা মেশানো রয়েছে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment