ঝটপট বানিয়ে ফেলুন কোল্ড কফি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ৩, ২০২১

এই গরমে খাবার তালিকার ভিন্নতা চলে আসে, গরম চা বা কফির পরিবর্তে ফলের জুস ও শরবত এবং কোল্ড কফি খেতে পারেন। তাহলে চলুন জেনে নিই কোল্ড কফির রেসিপি।

উপকরণঃ

- কফি পাউডার ২চা চামচ

- গরম পানি ৩ টেবিল চামচ

আরো পড়ুনঃ সহবাস করার পরেই দুর্বল লাগে, মাথা ঘোরে। করণীয় কী?

- ভ্যানিলা আইসক্রিম ১ কাপ/চকোলেট ভ্যানিলা আইসক্রিম

- তরল ফুল ফ্যাট মিল্ক ৩ কাপ

- চিনি ২ টেবিল চামচ

- বরফ টুকরো ৪/৫ টা

- চকলেট সিরাপ ( ডেকোরেশনের জন্য)

প্রস্তুত প্রণালীঃ গরম ৩ টেবিল চামচ পানির সাথে কফি মিক্স করে আলাদা রাখুন। ব্লেন্ডারে ঠান্ডা তরল দুধ, চিনি, বরফ কুচি/টুকরো এবং ফেটিয়ে রাখা কফি দিয়ে মিনিট খানিক ব্লেন্ড করে কফি মগ বা কাচের গ্লাসের ভিতরে চকোলেট সিরাপ দিয়ে গড়িয়ে কফি ঢেলে দিন।

আরো পড়ুনঃ সিটি স্ক্যান কী মস্তিষ্ক ক্যানসারের ঝুঁকি বাড়ায় ?

এইবার আপনার পছন্দমতো আইসক্রিম উপরে দিয়ে এক চিমটি কফি পাউডার ছিটিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment