ঈদে মনের মত অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন রায়তা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ১৩, ২০২১

উপকরণ:

- টক দই

- বিট লবণ

- চিনি

- শসা

- টমেটো

- আপেল

- চেরি ফল

- ধনেপাতা

- পুদিনা পাতা

আরো পড়ুনঃ কোন ব্যথায় কোন সেক দিবেন ?

প্রস্তুত প্রণালী: প্রথমে টক দই, ধনেপাতা, পুদিনা পাতা একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটি আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পরে একটি পাত্রে আপেল, চেরি, শসা এবং টমেটো কুচি নিয়ে তাতে বিট লবণ ও চিনি মেশাতে হবে।

এখন এতে তৈরি করে রাখা পেয়েছ খুব ভাল করে মিশিয়ে নিলেই হয়ে গেল সুস্বাদু রায়তা। আপনার পছন্দমত উপকরণ ব্যবহার করে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন রায়তা। এতে অতিথি আপ্যায়নে পোলাও অথবা বিরিয়ানির সাথে রায়তার জুড়ি মেলা ভার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment