রান্নার পোড়া গন্ধ সারা বাড়ি ছড়িয়ে পড়েছে?গন্ধ দূর করার উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ৩১, ২০২১

রান্না করার পর কিংবা সবজি কাটার পর গন্ধ ছড়িয়ে পড়ছে অন্যান্য ঘরে? যাদের বাসা ছোট, বিশেষ করে রান্নাঘরের পাশেই যদি হয় বেডরুম। তবে বিরম্বনা যায় আরও বেড়ে। জেনে নিন কিভাবে রান্নাঘরের গন্ধ দূর করবেন...

- রান্নাঘরে ছোট সুগন্ধযুক্ত মোম রেখে দিন। রান্না শেষ হওয়ার পর একটি মোম কয়েক মিনিট জ্বালিয়ে রাখুন। দূর হয়ে যাবে রান্নার গন্ধ।

আরো পড়ুনঃ মেয়েদের তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার

- রান্না শেষে অল্প কিছুক্ষন ইলেকট্রিক চিমনি জ্বালিয়ে রাখতে পারেন। এর ধোয়া দ্রুত রান্নার গন্ধ দূর করতে সাহায্য করে।

- রান্নার সময় ছিটকে পড়া তেল এর কারণে অনেক সময় গন্ধ হয়ে থাকে রান্নাঘর। তাই রান্না ঘরের দেয়াল, সিলিং,

- তৈজসপত্র সবকিছু নিয়মিত পরিষ্কার করুন।

- রান্না ঘরের কোনায় এক বাটিতে ভিনেগার রেখে দিন।

- সবজি কাটার জন্য কাঠের কাটিং বোর্ড ব্যবহার করুন। এগুলো অতিরিক্ত গন্ধ শুষে নেয়। পেঁয়াজ, আদা এগুলো কাটার পর বোর্ড ভালো করে পরিষ্কার করে মুছে রাখুন।

আরো পড়ুনঃ স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত ?

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment