ঘরোয়া পদ্ধতিতে সহজেই বানিয়ে ফেলুন মেয়োনেজ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ২, ২০২১

উপকরণঃ

- ডিম ১টা,

- ভেজিটেবল অয়েল ১ কাপ (এর মধ্যে ১টেবিল চামচ সরিষার তেল হবে),

- লবণ ১/৪ চা চামচ,

- চিনি ১/৪ চা চামচ,

- সাদা সরিষার গুঁড়া ১/২ চা চামচ,

আরো পড়ুনঃ কোন ব্যথায় কোন সেক দিবেন ?

- ভিনেগার বা লেবুর রস ২টেবিল চামচ,

- গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ।

প্রণালীঃ প্রথমে ব্লেন্ডারে তেল বাদে সব উপকরণ নিন। এরপর অল্প অল্প করে আধা চা চামচ তেল দিন তবে ফোটায় ফোটায় দেওয়ার চেষ্টা করবেন। ভুলেও ওকবারে দিতে যাবেন না। এভাবে ৭/৮ মিনিট ধরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে থাকুন।

আরো পড়ুনঃ ঘরের কাজের মাধ্যমেই গড়ে তুলন আকর্ষণীয় ফিগার

ব্যস তৈরি হয়ে গেল মেয়োনেজ।

টিপসঃ বানানোর পর মেয়োনেজ জমতে ৫/১০ মিনিট সময় লাগতে পারে। আর এটা অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment