মিষ্টি কুমড়া গাছের পোকামাকড় দমন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ২৯, ২০২১

মিষ্টি কুমড়ার বীজ একপ্রকার আরোহী লতা জাতীয় গাছ। এর পাতাগুলো বড় এবং পাতা ও কান্ডে সাদা কোমর লোম আবৃত। ফল বড় গোলাকার এবং সাধারণত কমলা রঙের হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এটা সবজি হিসেবে চাষ করা হয়। আমাদের দেশে চাষযোগ্য জমিতে ও বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়ার চাষ হয়। আসুন জেনে নেই মিষ্টি কুমড়া গাছের পোকামাকড় দমন সম্পর্কে...

১. মিষ্টি কুমড়া গাছে মাছি পোকা দেখা যায়। এরা কচি ফল ও ফুলের ডিম পেড়ে তা নষ্ট করে দেয়।

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন

প্রতিকার: আক্রান্ত হলে তা ফেলে দিতে হবে। এছাড়া বিষটোপ ব্যবহার করুন।

২. মিষ্টি কুমড়া গাছে রেড পামকিন বিটল পোকা দেখা যায়। এরা পাতা, কচি ফল ও ফুল খেয়ে তা নষ্ট করে দেয়।

প্রতিকার: আক্রান্ত হলে পোকাগুলি ফেলে দিতে হবে। এছাড়া নিমবীজ এর দ্রবণ বার সাবান ঘোলা পানি স্প্রে করলে এ পোকা আক্রমণ অনেকাংশে কমে যায়।

৩. এছাড়া জাবপোকা সংক্রান্ত রোগ দেখা যায়। এর আক্রমণে মিষ্টি কুমড়ার ডগা ও পাতা হলুদ হয়ে যায়। এরা মিষ্টি কুমড়া গাছের পাতার রস চুষে খায়। ফলে পাতা বিকৃত হয়ে যায় বৃদ্ধি ব্যাহত হয়।

প্রতিকার: আক্রান্ত হলে পোকাগুলি ফেলে দিতে হবে। এছাড়া নিমবীজ এর দ্রবণ বার সাবান ঘোলা পানি স্প্রে করলে এ পোকার আক্রমণ অনেকাংশে কমে যাবে।

৪. এছাড়া মিষ্টি কুমড়া গাছের পাতায় ডাউনি মিলডিউ রোগ দেখা যায়। এর ফলে আক্রান্ত পাতায় নানা আকারের দাগ পড়ে।

আরো পড়ুনঃ আপনার চুলের যত্নের জন্য কিছু উপকারী হেয়ার মাস্ক

প্রতিকার: সময়মতো আগাছা পরিষ্কার করুন। এছাড়া গাছে কচি ফল দেখা দিলে সঙ্গে সঙ্গে কীটনাশক ব্যবহার করুন। প্রতি লিটার পানিতে ডিপটেরক্স-৮০, ডিপটেরক্স-৫০ কিছুটা পরিমান মিশিয়ে সেই কীটনাশক নিয়মিতভাবেই স্প্রে করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment