চকলেট ব্যানানা মিল্কশেক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৪, ২০২১

উপকরণ:

- ১ গ্লাস দুধ,

- ১ টি পাকা কলা,

- ৩ টেবিল চামচ কোকো পাউডার,

আরো পড়ুনঃ মাথায় নতুন করে চুল গজাতে পেয়ারা পাতার কার্যকারিতা

- মধু প্রয়োজন মতো,

- ১ চা চামচ ভ্যানিলা এসেন্স,

- কয়েক টুকরো বরফ।

প্রস্তুত প্রণালী:

- কলা স্লাইস করে কেটে নিন এবং দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে ফেলুন।

- ব্লেন্ডারের দুধ ও কলা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন যাতে কলা একেবারেই মিশে যায় দুধের সাথে। এর সাথে দিন ভ্যানিলা এসেন্স যাতে দুধের গন্ধ দূর হয়ে যায়।

- এরপর কোকো পাউডার ও চিনি বা মধু দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিন।

- সবার শেষে বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন।
এতে বরফকুচি হয়ে মিশে যাবে শেকের সাথে।

আরো পড়ুনঃ নাইট ক্রিম ব্যবহারের কিছু নিয়ম জানুন

- এবার গ্লাসে ঢেলে ওপরে চকলেট কুচি বা কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment