নাগপুর কমলার পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১৪, ২০২১

ছাদে নাগপুর কমলা চাষ করা খুবই সহজ ও আনন্দদায়ক। আপনি যদি কমলা প্রেমী হয়ে থাকেন তবে ছাদে অন্যান্য ফল চাষের পাশাপাশি অবশ্যই নাগপুর কমলা চাষ করবেন।

আরো পড়ুনঃ বাথরুমে টুথব্রাশ থাকলেই বিপদ!

নাগপুর কমলা, নাম শুনেই বোঝা যায় নাগপুরের মিষ্টি কমলা লেবু। বর্তমানে এই গাছটি ইন্ডিয়ার সব জায়গায় হচ্ছে এবং ফলন ও খুব ভালো। আসুন জেনে নেওয়া যাক নাগপুর কমলার পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থা সম্পর্কে..

১. লিফ মাইনার পোকা দমন:
এটি গাছের প্রধান শত্রু। এটি গাছের কচি ও সবুজ পাতা খেয়ে ফেলে। ফুটো তৈরি করে। এ পোকা দমনে-

ক. হলুদ ফাঁদ তৈরি করে দমন করা সম্ভব।

খ. খুব বেশি আক্রমণ করলে কিনালাক্স ২ মিলি গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রতি ১৫ দিন পরপর ব্যবহার করতে হবে।

২. ডাম্পিং অফ রোগের চিকিৎসা:
এটি বর্ষাকালে বেশি হয়। এ রোগের ফলে গাছের গোড়া পচে যায়। এক্ষেত্রে রোজমিন্ড গোল্ড ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে।

আরো পড়ুনঃ শীতে ত্বকের যত্নে ৫টি ঘরোয়া টিপস

৩. গেমোসিস রোগের চিকিৎসা:
এই রোগ গাছের কান্ড পাতাকে বাদামি করে ফেলে। কান্ড মাঝ বরাবর ফেটে যায় ও আক্রান্ত স্থান হতে কষ ঝরে। এক্ষেত্রে আক্রান্ত ডাল কেটে কাটা স্থানে বোর্দ পেস্ট লাগিয়ে নিন। বোর্দ পেস্ট তৈরি করতে হলে ১৪০ গ্রাম চুন ও ৭০ গ্রাম তুতে আলাদা আলাদা পাত্রে নিয়ে পরবর্তীতে ১ লিটার পানিতে মিশিয়ে দিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment