রোনালদো সম্পর্কে কয়েকটি তথ্য!

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুন ১৯, ২০১৮

রোনালদোর নাম শুনলেই চোখের সামনে যা আসে তা হলো অবিশ্বাস্য কিছু গোল। রোনালদোর সম্পর্কে কয়েকটি মজার ঘটনা জেনে নিই। 

- রোনালদোর বাবা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও অভিনেতা রোনাল্ড রিগ্যানের নামানুসারে ছেলের নাম রাখেন রোনালদো।

- স্কুলে রোনালদোর প্রিয় বিষয় ছিল ইতিহাস। প্রিয় তো হবেই। কারণ রোনালদো নিজেই তো ইতিহাস ভাঙ্গাগড়া করতে পছন্দ করেন।

- রোনালদোকে ছোটবেলায় ‘ক্রাই বেবি’ ডাকা হত। কারণ তার পাস থেকে তার বন্ধুরা গোল করতে ব্যর্থ হলে সে কেঁদে ফেলত।

- রোনালদোকে ছোটবেলায় ‘ক্রাই বেবি’ ডাকা হত। কারণ তার পাস থেকে তার বন্ধুরা গোল করতে ব্যর্থ হলে সে কেঁদে ফেলত। 

- মাদাম তুসো জাদুঘরে রোনালদোর মোমের প্রতিকৃতি বিদ্যমান। ২০১০ এর বিশ্বকাপের আগে এটি উন্মোচিত হয়।

- রোনালদোকে ‘ছোট মৌমাছি’ বলা হত। কারণ খেলার সময় তাকে কেউ ধরতে পারত না।

- সিআর৭-এর প্রিয় অভিনেত্রী হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি।

-  রোনালদো খুবই ভালো টেবিল টেনিস খেলোয়াড়।

- রোনালদো প্রথম পর্তুগিজ খেলোয়াড়, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন।

- ছোটবেলায় থাকতে রোনালদোর হৃৎপিণ্ডের অপারেশন হয়েছিল। যার দরুণ রোনালদোর ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। কিন্তু অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়।

- রোনালদোর একটা কিউট বাবু আছে। তার নাম ক্রিস্টিয়ানহো।

- ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর ১০০০তম গোলটি করেন রোনালদোই।

- ছোটবেলা থেকেই রোনালদো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। এর জন্য তিনি তার বিছানার পাশে ফুটবল নিয়ে ঘুমাতেন।

- বাল্যকালে রোনালদো একবার তার এক শিক্ষককে চেয়ার দিয়ে আঘাত করেন। কারণ ওই শিক্ষক রোনালদোর জন্মস্থান মাদেইরার ধ্বনি উচ্চারণ নিয়ে মজা করত।

- রোনালদো ‘হরর’ ফিল্ম দেখতে খুব পছন্দ করেন।

- সিআর৭ নামে পর্তুগালে ফ্যাশনিস্ট রোনালদোর একটি বুটিক হাউস আছে। 

তথ্যসূত্র : ইন্টারনেট

আর/এস 

Leave a Comment