নেপালের কাছে হেরে সাফে বাংলাদেশের বিদায়

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ৮, ২০১৮

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ টানা জিতলেও ‘এ’ গ্রুপে নেপাল ও অন্য দল পাকিস্তানের থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এই নিয়তি হয় লাল-সবুজদের। 

খেলা শুরুর পর বেশ কিছু আক্রমণে যায় বাংলাদেশ। ফরওয়ার্ডের ব্যর্থতা বরাবরই গোল-বঞ্চিত থাকতে হয়। ৩৩ মিনিটে শ্রোতের বিপরীতে নেপাল ফুটবলার বিমল ঘাত্রি মাগারের দুর্দান্ত শটে এগিয়ে যায় দলটি। এখানে অবশ্য বিমলের কৃতিত্বের সঙ্গে বাজে ভুল করে বসেন বাংলাদেশ গোলরক্ষক শহিদুল আলম। বিমলের লম্বা শটটি তিনি ধরেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি। শহিদুলের দু’হাত ছুঁয়ে বল চলে যায় জালের ভেতর।

দ্বিতীয়ার্ধে ফিরতে মরিয়া বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা। কিন্তু নেপালের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি তারা। তবে, ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে (৯০) নুয়াংয়ের গোলে জয় নিশ্চিত করে নেপাল।

আর/এস 

Leave a Comment