পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ২৭, ২০১৯

ক্রিকেট বিশ্ব কখনও যা দেখেনি, সেটাই দেখতে যাচ্ছে। পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ক্লাইরি পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে মুখোমুখি হচ্ছে নামিবিয়া-ওমান, শিরোপা নির্ধারণী এই ম্যাচেই আম্পায়ারিং করবেন পোলোসাক।

প্রতিযোগিতাটির পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থান নিশ্চিত করায় ওয়ানডে স্ট্যাটাস ধরে রেখেছে নামিবিয়া ও ওমান। শনিবার তারা নামবে ফাইনালে। নামিবিয়ার উইন্ডহোয়েকে হতে যাওয়া এই ফাইনালে প্রথম মহিলা হিসেবে ছেলেদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করবেন পোলোসাক।

৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান চমক দেখিয়েই চলেছেন। প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ছেলেদের প্রতিযোগিতায় ইতিমধ্যে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন। এবার ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় পুরুষদের প্রতিযোগিতায় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাকে।

ইতিহাস লিখতে যাওয়া পোলোসাক তার অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দাঁড়াতে যাচ্ছি, আমি রোমাঞ্চিত। মহিলা আম্পায়ারদের বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়ে এটা দারুণ এক উদ্যোগ। তাছাড়া একজন মহিলা কেন আম্পায়ারিং করতে পারবেন না।’

২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করা পোলোসাক মহিলাদের ওয়ানডেতে পরিচালনা করেছেন ১৫ ম্যাচ। গত বছরের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ভারতের সেমিফাইনালেও আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন তিনি।

টি/আ

Leave a Comment