কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ৮, ২০১৯

কোপা আমেরিকায় ১২ বছরের আক্ষেপ ঘুচালো ব্রাজিলিয়ান দল। সবমিলিয়ে নবম বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ম্যাচে সবদিক থেকে এগিয়ে ছিল ব্রাজিলই। মারাকানায় ট্রাজেডি ছিল ব্রাজিলিয়ানদের কিন্তু এবার আর কোন ট্রাজেডি নয় বরং আনন্দের রঙ ছড়িয়েছে ব্রাজিলিয়ানরা। ৭০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখে গ্যাব্রিয়াল হেসসু মাঠ ছাড়ার পর ১০ জনের দল নিয়ে ব্রাজিল অনেকটা চাপে পড়ে যায়। তবে সেই চাপ সামলে উঠতে খুব বেশি সময় লাগে নি।

দ্বিত্বীয়ার্ধে বেশ দাপট দেখিয়েই খেলে ব্রাজিল। থিয়াগো সিলভা, দানি আলভেজ, কৌতিনহোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এসময় কিছুটা খেলার ছন্দে ফেরে পেরু। বেশ কয়েকটি আক্রমণ গুছিয়ে নেয় তারা, বেশ বিপদ হতে পারতো ব্রাজিলের। কিন্তু শট মিস হওয়ায় বিপদ কেটে গেছে ব্রাজিলের। বেশকিছু ভুল করে বসে পেরু। পেলান্টি থেকে গোল করে রিচার্লিসন শেষপর্যন্ত (৩-১) ব্যবধানে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

কেএস/

Leave a Comment