বিশ্বের সবচেয়ে কম বয়সী অধ্যাপক বাংলাদেশী বালক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২, ২০২০

বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারী যুক্তরাষ্ট্রে 'বিস্ময়বালক' হিসেবে খ্যাতি পেয়েছে। সে গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা 'দ্য লাভ' গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বারীকে একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালের ৯এপ্রিল নিউইয়র্কে জন্ম সুবর্ণের। পিএইচডি স্তরের গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নেরর সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প বয়সেই বিশ্বে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বিশ্বের সবচেয়ে কম বয়সে এই অধ্যাপককে বিশেষ সম্মাননা জানিয়েছেন। কুমো বলেন, এমন একজন ব্যক্তি যিনি খুব অল্প বয়সেই বিশ্বের ইতিবাচক পার্থক্য তৈরী করেছেন। গণিত, পদার্থবিজ্ঞানের মাধ্যমে, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আপনি বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত। সুবর্ণ কে দেওয়া সম্মাননার স্বীকৃতিপত্রে নিউইয়র্ক গভর্ণর লিখেছেন, সব নিউইয়র্কবাসীর পক্ষ থেকে আমি প্রশংসা করছি।

আরো পড়ুনঃ করোনার নতুন উপসর্গ : পায়ের লালচে ভাব বা ক্ষত  

কারণ 'দ্য লাভ' গ্রন্থের মাধ্যমে আপনি সব ধর্মের মধ্যে সম্প্রীতি এবং সহনশীলতা জাগানোর ক্ষেত্রে অগ্রগতি এনে দিয়েছেন। অভিনন্দন ও অব্যাহত সাফল্য এবং সুখের জন্য শুভকামনা। গত ১৭ অক্টোবর গভর্নর পক্ষ থেকে সাড়ে ৮ বছর বয়সি বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারী কে স্বীকৃতিপত্রটি দেন অ্যন্ড্রু কুমো। ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে। নোবেলবিজয়ী কৈলাস সত্যার্থী দিল্লিতে তাকে বিজ্ঞানী হিসেবে 'গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড' দেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment