গুঠিয়া মসজিদ। সৌন্দর্যের আরেক নাম

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ৪, ২০১৮

শিল্পের ছোঁয়ায় তৈরি করা হয়েছে বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। স্থানীয় লোকদের কাছে এটি পরিচিত গুঠিয়া মসজিদ নামে। বরিশাল মহানগরী থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বানারীপাড়া সড়ক সংলগ্ন উজিরপুর উপজেলায় এই গুঠিয়া গ্রামের অবস্থান। অপূর্ব সুন্দর এই মসজিদটির প্রতিষ্ঠাতা ও রূপকার এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তার একক উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে দেশের অন্যতম সেরা স্থাপত্য শৈলীর নয়নাভিরাম এই স্থাপনা। প্রায় ১৪ একর জমির ওপর স্থাপিত এই মসজিদ কমপ্লেক্স নির্মানে ব্যায় হয়েছে প্রায় ২০ কোটি টাকা।এটি নির্মাণে প্রায় দুই লাখ শ্রমিকের সময় লেগেছে প্রায় তিন বছর।গুঠিয়া ইউনিয়নের প্রায় সব মসজিদের সম্মানিত ইমামদের উপস্থিতিতে 

২০০৩ সালের ১৬ ডিসেম্বর এই মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আর ২০০৬ সালের ২০ অক্টোবর আলহাজ হযরত মওলানা শাহ্ মোহাম্মাদ মোহেববুল্লাহ্ (পীর ছাহেব ছারছীনা দরবার শরীফ) জামে মসজিদটি শুভ উদ্বোধন করেন। বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের নকশা এশিয়া, ইউরোপ এবং মধ্য প্রাচ্যের অনেক বিখ্যাত মসজিদ থেকে নেয়া হয়েছে। এই মসজিদটি নির্মাণের সময় অনেক ব্যয়বহুল মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই মসজিদ কমপ্লেক্সে একটি সুবিশাল ঈদগাহ, একটি কবরস্থান, তিনটি লেক, একটি মাদ্রাসা এবং একটি এতিমখানাও রয়েছে। এই মসজিদের ৬০ টি গম্বুজ ও একটি মিনার রয়েছে, যার উচ্চতা ৫৮ মিটার। আপনি বরিশাল শহর থেকে অটোরিক্সা কিংবা বাসে চেপেই চলে যেতে পারবেন সেইখানে। যেতে আপনার সময় লাগবে কমবেশি ৩০ মিনিট সময় এবং বাস ভাড়া ২০ – ৩০ টাকা।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment