মালদ্বীপে কৃত্রিম আইস রিং

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • এপ্রিল ১৮, ২০১৮

পর্যটকদের জন্য মালদ্বীপের সমুদ্র আর ছোট ছোট দ্বীপের অসাধারণ সব রিসোর্ট বেশ আকর্ষণীয়। আর সেই আকর্ষণ আরো বাড়িয়ে দিতে তৈরি হয়েছে আর্টিফিসিয়াল আইস রিং। গত মার্চে উদ্বোধন করা হয়েছে সেই কৃত্রিম আইস রিংটি। তবে নামে আইস রিং হলেও বাস্তবে এতে বরফ নেই। এ কারণেই এর নাম আর্টিফিসিয়াল বা কৃত্রিম আইস রিং। অবশ্য বরফ না থাকলেও এতে বরফের মতো সুবিধা পাওয়া যায়। মালদ্বীপের জুমেইরাহ ভিটাভেলি রিসোর্টে স্থাপন করা হয়েছে সেই আইস রিংটি।

একেবারে সমুদ্রের উপকূলেই এর অবস্থান। রিসোর্টের ম্যানেজার জানিয়েছেন, “আইস রি তৈরির জন্য আমাদের বেশ কয়েকজন নিয়মিত কাস্টমারের চাহিদা ছিল। আমরাও বিদেশে গিয়ে এ ধরনের জিনিস দেখে এসেছিলাম। কিন্তু সেগুলো ঠাণ্ডা রাখা খুবই ব্যয়বহুল ছিল। এরপর শেষ পর্যন্ত আমরা কৃত্রিম আইস রিং-এর সন্ধান পেলাম।’ এটি দেখতে সত্যিকার আইস রিংয়ের মতোই। বাইরের চেয়ে কিছুটা ঠাণ্ডা। তবে বাস্তবে এতে বরফ নেই। দর্শনার্থীরা সমুদ্রে গোসল করার পাশাপাশি এতে কিছুক্ষণ আইস স্কেটিংও করে নিচ্ছেন।

 

তথ্য এবং ছবি : গুগল 

 

 

Leave a Comment