ভিসা ছাড়াই হাইনান ভ্রমণের সুযোগ করে দিচ্ছে চীন

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • এপ্রিল ১৯, ২০১৮

চীন বুধবার তার দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপ ভিসা ছাড়াই সফর করার অনুমতি দিচ্ছে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় অভিবাসন প্রশাসনের উপ-পরিচালক কু ইনহাই বলেন, নতুন এই নীতিমালা আগামী মে মাস থেকে চালু করা হবে। এর আওতায় বিশ্বের ৫৯টি দেশের পর্যটকরা ভিসা ছাড়াই ৩০ দিনের জন্য হাইনান সফরের সুযোগ পাবেন।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে এমন আরো দেশের মধ্যে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নাম রয়েছে। নতুন নিয়মে চীনের বাকি অংশের তুলনায় হাইনান সফরে ভিসা জটিলতা সহজ হবে। এ ছাড়া এই আইনে বিদেশে চীনের কনস্যুলেটের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন পর্যটকরা।

সূত্র : bdlive24

Leave a Comment