নীলের দেশ বলা হয় নীলফামারী জেলাকে

  • ইয়াসিন প্রধান সাজিদ
  • সেপ্টেম্বর ১৮, ২০২০

নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। এ জেলার সদর বা রাজধানীর নামও নীলফামারী। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্য দিকে লালমনিরহাট জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা অবস্থিত।

নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূ-সংস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলাটির আয়তন মোট ১,৬৪৩.৪ বর্গকিমি। জেলার জনসংখ্যা মোট ১৯,০৭,৪৯৭ জনঘনত্ব ১,২০০/বর্গকিমি। নীলফামারী জেলার সাক্ষরতার হার মোট ৪৯.৬৯%।

নীলফামারী অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এ জেলায় সত্যপীরের গান, হাঁস খেলা, মাছ খেলাসহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয়।

নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এ জেলার ৬৮.৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাশবেত প্রভৃতি। দারোয়ানী বস্ত্র কল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া উত্তরা ইপিজেড ও সৈয়দপুর বিসিক শিল্প নগরীর মত শিল্প পার্ক। অন্যান্য সুপরিচিত জেলার মতো এই নীলফামারী জেলাও সারা দেশে পরিচিত একটি জেলা।

তথ্যঃ গুগল

Leave a Comment