বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয় রংপুর জেলাকে

  • ইয়াসিন প্রধান সাজিদ
  • অক্টোবর ২৩, ২০২০

রংপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বিভাগীয় শহর। জেলাটির আয়তন মোট ২,৪০০.৫৬ বর্গকিমি এবং জনসংখ্যা মোট ২৯,৯৬,৩৩৬ ও জেলাটির জনঘনত্ব ১,২০০/বর্গকিমি। রংপুর জেলার সাক্ষরতার হার মোট ৪৮.৫%। রংপুর জেলাটি আটটি উপজেলা, ৩৮টি ইউনিয়ন, ১৪৫৫টি মৌজা এবং ১ টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা নিয়ে রংপুর জেলা গঠিত। 

আরো পড়ুনঃ কেমন হবে কালো ত্বকের সাজগোজ !

রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয়। কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। রংপুর জেলার নামকরণের ইতিহাস থেকে জানা যায় 'রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে।

রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয়। এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। রংপুরে প্রচুর পরিমাণ ধান-পাট-আলু ও হাড়িভাঙ্গা আম উৎপাদিত হয়।

তথ্যঃ গুগল 

আরো পড়ুনঃ দ্রুত ঘন কালো লম্বা চুল পাওয়ার  সহজ কিছু উপায়

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment