চাঁদের উল্টো পিঠের রহস্য!

  • তানজিলা আক্তার
  • মে ২০, ২০১৮

রাতের আকাশের চাঁদ দেখে কবি নীরবে তাঁর কাব্য গেঁথে চলে, তরুণী খোলা চুলে চাঁদের আলো মেখে নেয় তাঁর বদনে। চাঁদের দিকে তাকিয়ে রূপকথামালা শোনায় নানী-দাদীরা। অবাক চোখে তাকিয়ে অনেক গল্পকাহিনী বানিয়ে নেই। কখনো কি প্রশ্ন জেগেছে চাঁদের উল্টো পিঠে কি আছে?

চাঁদ পৃথিবীর মতোই একটি গ্রহ। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। চাঁদ একধার দিয়ে ঘোরে বলে অপর পাশে কি আছে তা দেখা যায় না। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে চাঁদের ঘূর্ণন গতি খুব কম। চাঁদের একটা দিক পৃথিবীর দিকে মুখ করে থাকে। আগেরদিনে অনেকে ভাবতো চাঁদের উল্টোপিঠে হয়তো কোনো লোকালয় আছে, পৃথিবীর মতো ঘনবসতি, প্রাণী, গাছপালা আছে।

১৯৫৯ সালে রাশিয়ান নভোযান চাঁদের চারপাশ ঘুরে আসে। যদিও সেই নভোযানে কোনো মানুষ বা প্রাণী ছিলো না, ছিলো শুধু অতি শক্তিশালী ক্যামেরা। সেই ক্যামেরায় চাঁদের অপরপিঠের ছবি তুলে আনা হয়। পরবর্তীকালে রাশিয়া, আমেরিকা আরো অনেক নভোযান চাঁদে পাঠায়। ঐ ছবিতে দেখা যায় চাঁদের উল্টোপিঠও একইরকম। কালো পাথর আর ধুলায় ভরা, ছোটবড় অনেক গর্ত।

আর/এস 

Leave a Comment