উঁচু থেকে পড়লেও বিড়ালের কিছুই হয়না কেন?

  • তানজিলা আক্তার
  • মে ২৪, ২০১৮

কোনো মানুষ যদি একতলা থেকে আরেকতলায় পড়ে, তবে তার মৃত্যু না হলেও হাত-পা ভাঙে। কিন্তু বিড়াল তিন-চারতলা থেকে নিচে পড়লেও দিব্যি বেঁচে থাকে। আর মানুষ বা অন্য প্রাণী যেই দিক হয়ে পড়ে ঐদিকেই থাকে। কিন্তু বিড়াল যেদিক হয়েই পড়ে, সে শরীর সামলে ঠিক চার পায়ের উপর ভর করে পড়ে। বিড়ালের পায়ের নিচে খুব নরম কার্পেটের মতো পেশি আছে এবং তার ওজনের তুলনায় শরীরের বিস্তৃতি বেশি। প্রয়োজনে সে শরীর ফুলিয়ে শরীরের আয়তন বাড়িয়ে নিতে পারে। নিচে পড়ার সময় চার পা বাতাসে ছড়িয়ে পরক্ষণে আবার সংকুচিত করে এনে ধাক্কা সামলায়। ফলে মাটিতে পড়লেও ব্যাথা কম পায়। কিন্তু অবাক লাগছে না? কিভাবে চার পায়ের উপর ভর করে।

এটা হলো তার প্রাগৈতিহাসিক যুগের কৌশল। তখন সে গাছে গাছে থাকতো, বনে ঘুরে বেড়াতো। খাবারের সন্ধানে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়াতো। আর প্রায়ই পা ফসকে পড়তো মাটিতে। এ জন্য বিড়ালের একধরনের সূক্ষ্ম অনুভূতি বা রিফ্লেকস কাজ করে। তখন থেকে তারা বুঝতে পারে কোনটা নিচ আর কোনটা ওপরের দিক। মাটিতে পড়ার আগেই সে ঘুরে চার পা নিচে দেয়। এটুকু করতে পারলেই বিড়াল ব্যাটা বেঁচে যায়। উপর থেকে পড়েই গা ঝাড়া দিয়ে উঠে। শরীরের ব্যায়াম করে। তবে অনেক উঁচু থেকে পড়লে বেশি ব্যাথা পায়, যথাসম্ভব ডাক্তার দেখানো উচিত তখন।

আর/এস 

Leave a Comment