বিশ্বের যে দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জুন ২৪, ২০১৮

আধুনিক জীবনে নানা কারণে হতাশা ও সামাজিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। এবার জেনে নিন বিশ্বের যে ১০টি দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি।


দক্ষিণ কোরিয়া : সে দেশের প্রতি ১ লক্ষ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৮.৯ শতাংশ।
 

শ্রীলঙ্কা : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৮.৮ শতাংশ।
 

লিথুয়ানিয়া : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৮.২ শতাংশ।
 

সুরিনাম : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৭.৮ শতাংশ।
 

মোজাম্বিক : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৭.৪ শতাংশ।
 

নেপাল : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৪.৯ শতাংশ।
 

তানজানিয়া : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৪.৯ শতাংশ।
 

কাজাখস্থান : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৩.৮ শতাংশ।
 

বুরুন্ডি : প্রতি ১ লাখ নাগরিকে আত্মহত্যার ঘটনা ২৩.১ শতাংশ।
 

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment