ইঁদুরের কামড়ে ট্রেনের যাত্রীকে ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ!

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ৬, ২০১৮

ট্রেনে ইঁদুরে কামড়েছিল, আর তাই যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়া হল ২৫,০০০টাকা। শুধু তাই নয়, রেলকে কনজিউমার ফোরাম নির্দেশ দেয় চিকিত্‍সার খরচ বাবদ অতিরিক্ত আরও ২,০০০ টাকা তুলে দিতে হবে ওই যাত্রীর হাতে। ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম প্রেসিডেন্ট আর ভি দীনাদয়ালান এবং এস রাজালক্ষ্মী এই ক্ষতিপূরণের টাকা ওই যাত্রীর হাতে তুলে দেন।

ভেঙ্কটাচালাম জানান, তিনি ২০১৪ সালের ৮ অগস্ট চেন্নাই যাচ্ছিলেন। সেই সফরেই তিনি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। ইঁদুরের কামড় খান। তিনি জানান, টিকিট পরীক্ষককে বিষয়টি জানালেও তিনি বিষয়টিতে উদাসীন থাকেন এবং কোনওরকম ফার্স্ট এইডের ব্যবস্থাও করেননি বলে অভিযোগ তাঁর।

টিটিই তাকে জানায়, পরবর্তী স্টেশনে গেলে তাঁর চিকিত্‍সার ব্যবস্থা হতে পারে। শেষ পর্যন্ত চেন্নাইয়ের এগমোর স্টেশনে নেমে অভিযোগ দায়ের করেন তিনি এবং একটি বেসরকারি হাসপাতালে যান চিকিত্‍সার জন্য। পরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আর/এস 

Leave a Comment