হাত ছাড়াই যে নামকরা ফটোগ্রাফার!

  • রেজবুল ইসলাম 
  • এপ্রিল ২৩, ২০১৮

মানুষের কত কিছুর সখ থাকে। বই পড়া, গান শোনা, বাগান করা। বর্তমান সময়ের যুবকদের সব চেয়ে বড় সখ ফটোগ্রাফার হওয়া। যদি এমন হয় হাত নেই তবু ফটোগ্রাফার হতে চায়।  ইন্দোনেশিয়ার ফটোগ্রাফার আহমদ জুলকারনাইনের চেহারা না দেখে যদি আপনি তার কাজ দেখেন, তবে কল্পনাও করতে পারবেন না ক্যামেরা অন করতে তাকে ব্যবহার করতে হয় তার মুখ। এই ২৪  বছর বয়সী ক্যামেরা পাগল মানুষটি জন্মেছিলেন হাত পা ছাড়া তবে সাথে ছিল অসাধারণ প্রতিভা আর প্রেরণা।

 "আমি চাইনা মানুষ আমার চেহারা দেখুক এবং ভাবুক আমি কে- আমি শুধু তাদের আমার সৃষ্টিশীলতাই দেখাতে চাই।" এ কথাই বলেছিলেন জুলকারনাইন আল-জাজিরায়। তিনি শুধু ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য অনুপ্রেরণা নন, তিনি প্রমাণ করেছেন দৃঢ়চেতা হলে যেকোনো প্রতিকূলতাই অতিক্রম করা সম্ভব।

তিনি ক্যামেরা পরিচালনা করেন তার মুখ, চেহারা এবং হাতের বাড়তি চামড়া দিয়ে । হাত পা ছাড়া ব্যাক্তিটির প্যাশনকে কোন ভাবেই তার বাঁধা গুলো বাঁধা দিতে পারেনি। তার তোলা কিছু কাজও দেখে নেয়া যাক।
 

Leave a Comment