গর্ভাবস্থায় জ্বর! বাচ্চার কোন ক্ষতি হবে কি? 

  • রেজবুল ইসলাম 
  • এপ্রিল ৬, ২০১৮

যে কোন গর্ভবতী মহিলা একটা অসুখে পড়লে প্রথম যেইটা মনে আসে, তা হলো ‘’আমার বাচ্চাটা ঠিক আছে তো”। জ্বরের ক্ষেত্রেও এর দ্বিতীয়টি কিছু ঘটেনা। জ্বর হলেও তারা চিন্তিত হয়। তবে চিন্তা করার চেয়ে কার্যকরী উপায় হচ্ছে তথ্য জানা। প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে জ্বরের কারণ কী? কেন জ্বর আসলো! 
 
 কীভাবে জ্বর গর্ভের শিশুকে প্রভাবিত করতে পারে? 
 
যদি কোন গর্ভবতী মায়ের শরীরের তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রী পার হয়ে যায় তখন বুঝতে হবে তার শরীর কোন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে যার ফলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর এটাই সঠিক তার অবশ্যই চিকিৎসার প্রয়োজন। যদি গর্ভাবস্থা সার্স্ট ট্রাইমিস্টার হয় আর মায়ের তাপমাত্রা ১০২ ডিগ্রী পার হয়ে যায় তবে তার দ্রুত চিকিৎসার প্রয়োজন। কারণ এতে সামান্য পরিমাণে হলেও শিশুর উপরে প্রভাব ফেলতে পারে। এ ছাড়া শিশুর উপরে জ্বর সরাসরি কোন প্রভাব ফেলেনা। তবে গর্ভবতি মা বেশিদিন অসুস্থ্য থাকলে তার প্রভাব মায়ের উপর তো পড়বেই। 
 
গর্ভাবস্থায় জ্বর হওয়ার কারণঃবিভিন্ন কারণে মানুষের জ্বর হতে পারে। তবে গর্ভাবস্থায় জ্বর হওয়ার কিছু সম্ভাব্য কারণ রয়েছে। 

- influenza

- pneumonia

- tonsillitis

- viral gastroenteritis (stomach virus)

- pyelonephritis (kidney infection)

 জ্বর হওয়ার ফলে যে সব সমস্যা দেখা দিতে পারেঃ

 - শ্বাস কষ্ট

- পিঠের ব্যথা

- শরীর ঠান্ডা হয়ে যাওয়া

- পেটে ব্যথা

- ঘাড় শক্ততা

ফুড পয়েজেনিং হওয়ার সম্ভাবনা আছে?

এ সময় জ্বর থাকা অবস্থায় ফুড পয়েজেনিংও হতে পারে। খাদ্য বিষক্রিয়া সাধারণত ভাইরাস বা প্রায়ই, ব্যাকটেরিয়া (বা তাদের toxins) দ্বারা সৃষ্ট হয়। দুড পয়েজেনিং হলে বমি বমি ভাব, পানিশূন্যতা, পাতলা পায়খানা দেখা দিতে পারে। যদি এমন কিছু হয় তবে দ্রুত দেহের পানি এবং ইলেট্রোলাইট পূরণ করার ব্যবস্থা করতে হবে।

 শরীরে জ্বর আছে কিনা বোঝা যাবে কীভাবে?

একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত স্বাভাবিক ধরা যেতে পারে। এর উপরে গেলে সেটা অস্বাভাবিক তাপমাত্রা। জ্বর থেকে বাচতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোন বিকল্প নেই। ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে বাচতে ঠান্ডা লাগানো যাবেনা। অ্যালার্জি জাতীয় জিনিস কম খান আর অসুস্থ পরিবেশ বা অসুস্থ মানুষের কাছ থেকে দূরে থাকুন। 
 

Leave a Comment