
শিশুকে বুকের দুধ পান করানোর সময় কি আপনার স্তনে ব্যাথা করে?
- ওমেন্সকর্নার ডেস্ক
- মে ৩০, ২০১৮
সামান্য সংগ্রাম এবং ব্যাথার পর এ বিস্ময়কর কিছু ঘটে। একটি মা এর জন্য সব থেকে সন্তোষজনক অবস্থা হলো তার সন্তান কে ভরা পেটে হাসিখুশি দেখা। যাইহোক শিশুকে স্তন পান করানো কোনো সহজ কাজ নয়। এটি শিশুর মুখের মধ্যে কোনো জিনিস ঠেলে ঢুকিয়ে দেওয়ার মতো ব্যাপার নয়। যদিও বুকের দুধ খাওয়ানোর ফলে প্রায় এ ব্যাথা হয় ,কিন্তু খুব তাড়াতাড়ি একটা সময় আসে যখন এই ব্যাথা খুব বেশি আকার ধারণ করে! যদি আপনি বুঝতে না পারেন বুকের দুধ খাওয়ানোর সময়ে আপনি কোনো ব্যাথা অনুভব করছেন তাহলে এর কারণগুলো একটু দেখে নিন -
বেঠিক লালচিং : লালচিং হলো মুখ দিয়ে শক্ত করে ধরা। যদি ইটা সঠিক ভাবে না হয়ে তাহলে তা ব্যাথার সৃষ্টি করে। বুকের দুধ খাওয়ানোর সময় আপনি আপনার শিশু ক কি ভাবে ধর্র্বেন তার উপর এটি নির্ভর করে যে লালচিং সঠিক ভাবে হবে কিনা।
ভারী স্তন : এটি স্তন ক্যান্সার হিসাবে পরিচিত। এটি হয়ে থাকে যখন আপনার স্তন দুধে পূর্ণ থাকে কিন্তু আপনার সন্তান কম দুধ পান করে তখন। আপনি লক্ষ করে দেখবেন যে আপনার স্তন এ ব্যাথা হচ্ছে ,ফুলে গেছে এবং ভারী হচ্ছে। স্তন বৃন্তে ব্যাথা হবে ,সেটি সমান হইয়া যাবে যার ফলে লালচিং হবে না।
স্তন বৃন্তের মধ্যে বাবেল : এটি কে বাবেল পালিত ও বলা হয়ে থাকে। এটি বৃন্তের চারপাশের অঞ্চলে তীক্ষ্ণ ব্যাথার সৃষ্টি করে। এই অবস্থ র ফলে শিশুর স্তন পান করার অসুবিধা হয় ফলে তারা জোরে জোরে পান করার জন্য চেষ্টা করে। ফলে স্তন পান করানো যন্ত্রণাদায়ক হইয়া ওঠে।
শক্ত জীভ : দুধ পান করার সময় শিশু যদি সঠিক ভাবে জীভ নাড়াচাড়া করতে না পারে তাহলে তা অসুবিধাজন হয়। দুধ পান করার সময় স্তন বৃন্ত টি শিশু জীভ দিয়ে ঠেলে উপরে তোলে এবং নাড়াচাড়া করে। এর ফলে এটি ক্ষতিগ্রস্ত হয়।
থার্শ : এটি শিশুর মুখের মধ্যে একটি নির্দোষ সংক্রামক যা বুকের দুধ খায়ানোর সময়ে মায়ের ক্ষতি করে। দুধ খাওয়ানোর সময় আদ্র ,উষ্ণ এবং সুগন্ধযুক্ত জিনিস তা সহজে এ সেখানে বজায় থাকে। এটি বৃন্তে খুব সহজে এ জ্বালা র অনুভূতি সৃষ্টি করে। আপনার এবং আপনার শিশুর মধ্যে এটি চলতে এ থাকবে যদি না এর চিকিৎসা হয়.
তিথিং : ৬ মাস বয়স থেকে এ শিশুর দাঁত উঠতে শুরু করে। দুধ পান করানো এই সময় খুব এই যন্ত্রনা দায়ক হয়.চিবানোর জন্য আপনার শিশু ক ধোয়া নরম কাপড় দিন।
একটি bleb : আপনার স্তন এ একটি সাদা দাগ যা গোটার মতো দেখতে। এটি দুধ দিয়া ভরা হয়ে এবং স্তনের উপরে দেখা যায়। যখন শিশু রা দুধ পান করে তখন এটি ব্যাথা করে কারণ এটি শক্ত প্রকৃতির হয়ে থাকে। ভিজা সংকোচনকারী ব্যবহার করুন এবং মৃদু চাপ দিন এটি অপসারণ করার জন্য।
ব্লক স্তনবৃন্ত : স্তন বৃন্তে কোনো রকম বাধা দুধের ব্রবাহকে বাধা দেয়। এটি লাল করে তোলে স্তন কে। এটি বৃন্তে ব্যাথা সৃষ্টি করে। আপনার স্তন ,মালিশ করুন এবং গরম তোয়ালে ব্যবহার করুন যাতে কোনো রকম বাধা না থাকে।
মাস্টাটিস : এটি এমন একটি জিনিস যা সব নতুন মা দের সাথে ঘটবে। সংক্রামিত এলাকার চারপাশের টিসু ফুলে ওঠে। এটি হয়ে থাকে যখন শিশু ঠিক করে স্তন পান করে না বা প্রয়োজনের থেকে বেশি পান করে থাকে।
বিপরীত বা ইনভার্টেড স্তনবৃন্ত : প্রথমবারের মতো মায়েদের এই রকম হইয়া থাকে কারণ তাদের বৃন্ত টি পুরো প্রসারিত থাকে না। ফলে শিশু ঠিক মতো দুধ চুষে খেতে পারে না। এর ফলে মায়ের স্তনে ব্যাথা হয়.আপনি স্তন উদ্দীপনা সৃষ্টি করার জন্য একটি স্তন পাম্প ব্যবহার করতে পারেন।
সূত্র : tinystep