এডেনয়েড-নাকের পেছনে টনসিল

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১১, ২০১৮

এডেনয়েড একটি শিশুদের রোগ। এটা হলো এক ধরনের লিম্ফয়েড টিস্যু যা নাকের পেছনে গলবিলের উপরিভাগে থাকে। সাধারণত দুই বছরের নিচের শিশুদের এডেনয়েড শুরু হয়, সাত বছর বয়সে বড় হয় এবং বার বছর বয়সে সম্পূর্ণ মিলিয়ে যায়। তিন থেকে বার বছরের মধ্যে যদি উপরের শ্বাসনালীর ইনফেক্শন হয় অথবা এডেনয়েডের ইনফেক্শন হয় তাহলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

 বাচ্চাদের এডেনয়েড বড় হয়ে গেলে তাদের শ্বাসকষ্ট হয় এবং তাদের নাকের বদলে মুখ (Mouth breather) দিয়ে শ্বাস নিতে দেখা যায়। এজন্য বাচ্চারা খেতে চায়না এবং তাদের স্বাস্থ্য খারাপ থাকে। এডেনয়েড বড় হলে গলার স্বর পরিবর্তিত হতে পারে এবং বাচ্চা কানে কম শোনা শুরু করে। এ ধরনের শিশুদের কানপাকা (Otitis Media) রোগ হবারও সুযোগ থাকে। অনেকদিন ধরে এ রোগে ভূগতে থাকলে এক সময় শিশুটির মুখ দিয়ে সবসময় লালা ঝরে পরতে থাকে (Drooling)। দাঁত উচু নিচু হয়ে যাওয়া, নাক বোঁচা হয়ে যাওয়া, চেহারা বোকা বোকা হয়ে যাওয়া, রাত্রে বিছানায় প্রসাব করে দেয়া (Enuresis) এসব উপসর্গও কালক্রমে একসময় শিশুটির কষ্টের কারণ হয়ে উঠতে পারে।


আর/এস 

Leave a Comment