
বাচ্চার পজিশন উল্টো বলতে কী বুঝায়?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ৯, ২০১৮
মায়ের পেটে বাচ্চার পা উপরের দিকে ও মাথা নিচের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ মাথা উপরের দিকে ও পা নিচের দিকে থাকে তাহলেই চিন্তার বিষয়। এই উল্টো বাচ্চা ডায়াগনোসিস হয় আলট্রাসাউন্ড দিয়ে। তবে এই আলট্রাসাউন্ড কবে করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, কোনো অন্তঃস্বত্ত্বা নারী তার অন্তঃস্বত্ত্বার পাঁচ মাসকালে আলট্রা সাউন্ড করল। তখন সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
কেননা তখন গর্ভস্থ শিশু নড়াচড়া অবস্থায় থাকে। দেখা গেল এখন হয়তো উল্টো। কিছুক্ষণ পর সে ঘুরে সোজা হয়ে গেল। কিন্তু যদি ৩৭ সপ্তাহের পরে মাকে আলট্রাসাউন্ড করে দেখা যায় বা মায়ের পেটে হাত দিয়ে ডাক্তাররা বুঝতে পারে বাচ্চার পা নিচে মাথা উপরে। এমনটি হলে বুঝে নিতে হবে বাচ্চার পজিশন উল্টো।
সূত্র : গুগল