
শিশুর মুখ, নাক ও চোখের যত্ন
- অনলাইন ডেস্ক
- নভেম্বর ৭, ২০১৮
ভূমিষ্ঠ হওয়ার পরপরই শিশুর প্রতি বাড়তি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। কেননা, একটু এদিক-সেদিক হলেই শিশুটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।
শিশুর মুখের যত্ন : বুকের দুধ খাওয়ানোর পর দৈনিক দুপুর ও রাত আঙুলের মাথায় পাতলা সুতি কাপড় পেঁচিয়ে শিশুর মুখে মধ্য আঙ্গুল ঢুকিয়ে জিহ্বার উপরিভাগ ও ঠোটের ভেতরের দিকের অংশ আলতো করে মুছে দিতে হবে । এতে মুখে ফাঙ্গাস সংক্রমণের প্রবণতা কমবে ।
শিশুর নাকের যত্ন : শিশুর নাকে অনেক সময় শ্লেষা জমে । এজন্য শিশুর শ্বাস নিতে সমস্যা হয় । শ্লেষা শুষে আনার জন্য নাকের সাকার পাওয়া যায় । সাকার দিয়ে নাক পরিষ্কার করার পাশাপাশি নাকের দুই ছিদ্রতে দৈনিক ২/৩বার ১ ফোঁটা করে নরসল স্যালাইন দেওয়া যেতে পারে ।
শিশুর চোখের যত্ন : অনেক নবজাতজকের চোখে পিঁচুটি জমে । এ জন্য নরসল স্যালাইন ভেজানো তুলা দিয়ে শিশুর চোখ মুছে দিতে হবে । মনে রাখা উচিৎ শিশুর যত্নে কোন অবহেলা করা যাবে না । একটু অবহেলা শিশুর জন্য বড় ক্ষতির কারণ হতে পারে । আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত ।