শিশুর দুধ দাঁত

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ডিসেম্বর ২, ২০১৮

শিশুর দুধ দাঁত থাকে ২০ টি। শিশুর দুধদাঁত কখনো কখনো ১১ বছর বয়স পর্যন্ত মুখে থাকে। শিশুদের দুধদাঁতকে বলে প্রাইমারি টুথ। সাধারণত ছয় বছর বয়সের দিকে এই দুধদাঁত পড়ে যায় এবং এর জায়গায় নতুন স্থায়ী দাঁত ওঠে। মেয়েদের দাঁত সাধারণত ছেলেদের আগেই পড়ে। আর এই দুধদাঁত ক্রমিক হারে পড়ে যে ক্রমে প্রথম উঠেছিল। সাধারণত প্রথমে পড়ে সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপর সামনের উপরের দুটি, তারপর পাশের ধারালো, প্রথম মোলার, ক্যানাইন ও সবশেষে দ্বিতীয় মোলার। ১২ থেকে ১৩ বছরের মধ্যে সব দাঁত পড়ে গিয়ে আবার নতুন দাঁত উঠে। কিছু বিষয়ে মায়েদের খেয়াল রাখতে হবে-

* শিশু জন্মানোর পর থেকেই শিশুর মাড়ির যত্ন শুরু করে দিতে হবে। স্টেরিলাইজ করা গজ বা কাপড় হাতে
জড়িয়ে খুব সাবধানে শিশুর মাড়ি পরিস্কার করা উচিত।

* এই সময়ে বাচ্চার মুখে যদি কোন দুর্গন্ধ হয় তবে বুঝতে হবে যে মাড়িতে কোন সংক্রমণ ঘটেছে।

* শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন স্তন এবং হাত পরিস্কার আছে কি না।

Leave a Comment