শিশুদের বোন ম্যারো ক্যান্সার

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ডিসেম্বর ৩০, ২০১৮

প্রাপ্তবয়স্করা যে ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, তা থেকে শিশুরা যেসব ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে সম্পূর্ণ ভিন্ন। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সৃষ্ট ক্যান্সারগুলো শ্বেত রক্ত কণিকা (রক্তের যে কণিকা বা কোষ শরীরকে রোগ থেকে রক্ষা করে), স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, হাড়, পেশী অথবা কিডনীকে ক্ষতিগ্রস্ত করে থাকে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া বা এএলএল (Acute Lymphoblastic Leukemia or ALL)

যা আক্রান্ত করেঃ রক্ত ও অস্থি মজ্জা (বোন ম্যারো )

যা হয়ঃ আক্রান্ত অস্থি মজ্জা প্রচুর পরিমাণ শ্বেত রক্ত কণিকা উৎপাদন করে যা অপরিপক্ক অবস্থায় রক্তে চলে আসে। এই অপরিপক্ক রক্ত কণিকাগুলো তাদের যা কাজ অর্থাৎ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা, তা করতে পারে না।

এক্ষেত্রে যেসব লক্ষণগুলোর প্রতি খেয়াল রাখা উচিতঃ

১. হাড় ও হাড়ের জোড়ায় ব্যথা

২. অস্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে যাওয়া

৩. ওজন কমে যাওয়া

৪. অল্পতেই রক্তপাত অথবা শরীরে কালশিরা দেখা দেয়া

৫. অজ্ঞাত কারনে জ্বর

গুরুত্বপূর্ণ পরিসংখ্যানঃ শৈশবে সৃষ্ট ক্যান্সারের ৩১% এ জাতীয় ক্যান্সার হয়ে থাকে

ঝুঁকিপূর্ণ বয়সঃ ২ ও ৪ বছর বয়স

তাই আপনার বাচ্চার উপরোক্ত যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে ডাক্তারের শরনাপন্ন হোন।

Leave a Comment