শিশুদের নিউরোব্লাস্টোমা (Neuroblastoma)

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ৫, ২০১৯

নিউরোব্লাস্টোমা এক ধরনের ক্যান্সার। এটি সিম্পেথেটিক স্নায়ুতন্ত্র (syspathetic nervous system), যা মস্তিষ্ক ও সারা শরীরের মধ্যে যোগাযোগ রক্ষা করে। কিডনিতে উপস্থিত অ্যাড্রেনালস নামক বিশেষ নিঃসারক গ্রন্থিকেও এটি আক্রান্ত করতে করে।

ক্যান্সারযুক্ত টিউমারে অপরিপক্ষ স্নায়ু কোষ জন্ম নেয়। এই টিউমার অ্যাড্রেনালসে প্রথমে জন্ম নেয় এবং ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিশু জন্ম নেয়ার পূর্বেই এটি ছড়িয়ে যেতে পারে এবং এই জাতীয় টিমার ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সৃষ্ট টিউমার।

যেসব লক্ষণগুলোর প্রতি বাবা-মায়ের খেয়াল রাখা উচিতঃ

১. পক্ষাঘাত
২. শরীরের বিভিন্ন অংশে ব্যথা হওয়া
৩. ডায়রিয়া
৪. চোখে দৃশ্যমান পরিবর্তন হওয়া, যেমন চোখের পাতা ঝুলে পড়া, চোখ ফুলে যাওয়া অথবা চোখের নিচে কালি পড়া

ঝুঁকিপূর্ণ বয়সঃ সাধারণত ২ বছর বয়সে ধরা পড়ে। ১০ বছরের অধিক বয়সে এ রোগে আক্রান্ত হওয়া বিরল।

Leave a Comment