
গরুর দুধ পানের উপকারিতা জানুন!
- কামরুন নাহার স্মৃতি
- জুন ৪, ২০২০
গরুর দুধ পান দেহকে শক্তিশালী করে এবং এর আছে আরো নানা উপকারিতা। আসুন জেনে নেই...
- গরুর দুধ দেহকে শক্তিশালীও তরতাজা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকারী। মল-মূত্র ত্যাগের মাধ্যমে করার সময় শরীর সবসময় ফুরফুরে ও সতেজ রাখতে দুধের ভূমিকা অপরিসীম।
- আহতদের ( বিশেষ করে বুকে আঘাত) দ্রুত আরোগ্য লাভে গরুর দুধ সর্বোচ্চ ভূমিকা রাখে।
আরো পড়ুন : খুব সহজে তৈরি করুন পাউরুটির রসমালাই
- গরুর দুধ ভোক্তাকে দীর্ঘায়ু লাভে সহায়তা করে। দুধপান যৌবনও ধরে রাখে।
- মেধা ভালো করতে গরুর দুধের জুরি নেই। এ কারণে দুধের বিজ্ঞাপনে শিশুদের মেধা ভালো করার কথা তুলে ধরা হয়।
- গরুর দুধ অবসাদ ও বিষন্নতা দূর করে দিনশেষে এক গ্লাস দুধ আপানাকে ফুরফুরে করে তুলতে পারে।
- মাথা ঘোরা, দেহে বিষাক্ততা, শ্বাস কষ্ট, তীব্র ক্ষুধা এসব দূর করতে গরুর দুধ অনেক উপকারী।
আরো পড়ুন : খাবার সুস্বাদু করা বাদেও সরিষার তেলের আছে বহুবিধ উপকারিতা!