
প্রহরী জাগবে কবে ?
- ইখতিয়ার হোসাইন
- মার্চ ২৪, ২০২১
মধ্য রাত। ঘুমে বেঘোর নগর জুড়ে রাতের শুনশান নীরবতা। জেগে আছেন মধ্যরাতের সিজদায় অবনত কিছু খোদাভক্ত আর নগরের এক দু'জন প্রহরী! রাতের স্তব্ধতায় হঠাৎ ট্যাংক-কামানের দানবীয় গর্জনে ঘুম ভাঙলো নগরবাসীর। কিছু বুঝে ওঠার আগেই ঘেরাও করে ফেললো লাল ফওজ। ঘরে ঢুকে শুরু করলো তল্লাশি। যুবকদের হত্যা করলো। শিশুদের বন্দী করলো। নারীদের করলো গণহারে ধর্ষণ! ভোর অবধি চলালো এমন পৈশাচিকতা...
বলছিলাম মুসলিম জনপদ চেচনিয়ায় রাশিয়ার লাল বাহিনীর বর্বরোচিত হামলার কথা! চেচনিয়ার বাসিন্দা ছিলেন মুসলিম তরুণী রুহানা। বাড়ি আক্রান্ত হলে তড়িৎ ঘরের পেছনে জঙ্গলে লুকালেন। দেখলেন বাড়িতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, বাবা ও ভাই উঠোনে রক্তে গড়াগড়ি খাচ্ছে, মা ও বোনকে ধর্ষণ করে গাড়িতে উঠাচ্ছে রাশিয়ান সৈন্যরা, শিশুরা চিৎকার করছে...
আরো পড়ুন : ওজন কমানোর জন্য জিরা খাওয়ার কয়েকটি পদ্ধতি!
পুরো নগরের প্রতিটা বাড়িতেই এমন তাণ্ডব চালিয়ে সকালে চলে গেলো লাল সেনাবাহিনী। জঙ্গল থেকে বেরিয়ে এলেন রুহানা। উঠোনে পড়ে আছে বাবা ভাইয়ের রক্তাক্ত লাশ, মা ও বোনকে নিয়ে গেছে সেনাবাহিনী! ধ্বংস লীলায় বাড়ি ও নগর বিরান হয়ে হয়ে গেছে। যারা আছেন, চোখেমুখে আতংকের ছাপ!
প্রাণে বেঁচে গেলেও এটা কি বেঁচে থাকা, কেউই যে রইলো না রুহানাদের...
রুহানা কি আমার বোন নয়, ওর মা কি আমারও মা নয়, ওর বাবা ভাই কি আমারও বাবা ও ভাই নয়?
যুগেযুগে দেশেদেশে যারা বসনিয়া, চেচনিয়া, আরাকান, উইঘুর, কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, আফগান ও ইরাকে কোটিকোটি রুহানাদের স্বপ্ন ভেঙে দেয়, খাবার কেড়ে নেয়, বাবা-ভাইকে হত্যা করে, মা-বোনকে ধর্ষণ করে, শিশুদের বন্দী করে তাদের সাথে আমাদের কোনও বন্ধুত্ব হতে পারে না!
- প্রহরী জাগবে কবে
নোলক প্রকাশন।
৪৫১ নাম্বার স্টল
লেখক : ইখতিয়ার হোসাইন