ভ্রমণের ব্যাগে যা অবশ্যই নিবেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২০, ২০২২

গরমে ভ্রমন করতে চাইলে কিছু জিনিস অবশ্যই রাখতে হবে সঙ্গে। দূরে যান কিংবা কাছাকাছি কোথাও, আরামের বিষয়টিও রাখতে হবে মাথায়। জেনে নিন কোন দশটি জিনিস অবশ্যই রাখা চাই ভ্রমণের ব্যাগে।

আরো পড়ুনঃ বিয়ের দিনে নিজেকে সুন্দর দেখানোর উপায়

- ব্যাগে পানির বোতল রাখবেন। এই গরমে এটি পানিশূন্যতা রোধ করবে।

- সানস্ক্রিন লোশন রাখুন ব্যাগে। সূর্যের তীব্র তাপে থেকে ত্বক বাঁচাতে বাইরে বের হওয়ার আগে এটি ব্যবহার করতে ভুলবেন না।

- সঙ্গে ইয়ারফোন রাখবেন। লম্বা যাত্রা পথের ক্লান্তি দূর করতে সাহায্য করবে পছন্দের কোন‌ও গান।

- ট্রাভেল পিলো রাখবেন ব্যাগে। ভ্রমন আরামদায়ক করতে এটি আবশ্যক।

- একটি ফ্যাশনেবল ওয়েস্ট ব্যাগ রাখুন সঙ্গে। এতে প্রয়োজনীয় টাকা, পাসপোর্ট, পরিচয় পত্র রাখতে পারবেন।

আরো পড়ুনঃ কিশমিশ ভেজানো পানি কেন খাবেন?

- ছোট্ট একটি ফার্স্ট এইড কিট রাখুন ব্যাগে। এতে প্রয়োজনীয় ঔষধ, ব্যান্ডেজ নিয়ে নিন‌।

- পোর্টেবল চার্জার রাখুন।

- ওয়েট ওয়াইপস রাখুন ব্যাগে। গরমের ক্লান্তি দূর করতে ঝটপট মুখে বা ঘাড়ে বুলিয়ে নিতে পারবেন। একজোড়া আরামদায়ক স্লিপার স্যান্ডেল রাখবেন সঙ্গে।

- রোদ থেকে বাঁচতে হ্যাট ও সানগ্লাস রাখুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment