খুশকি ও চুল পড়া রোধ করবে পেঁয়াজ। টিপস জেনে নিন
- ওমেন্স কর্নার
- জুন ১৪, ২০২৩
চুলের বিভিন্ন সমস্যার সমাধানে ঘরোয়া পদ্ধতি সবসময় বেশ কার্যকর। যদি চুল পড়ে যাওয়া ও খুশকির সমস্যায় ভোগেন, তবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। নিয়মিত ব্যবহার করলে যেমন খুশকি দূর হবে, তেমনি চুলের গোড়া হবে মজবুত। পাশাপাশি নতুন চুল গজাতেও পেঁয়াজের রসের জুড়ি নেই। জেনে নিন কোন কোন উপায়ে চুলের যত্নে ব্যবহার করবেন।
১। মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। এর সঙ্গে মেশান পর্যাপ্ত পেঁয়াজের রস। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।
২। পেঁয়াজ ব্লেন্ডারে মিহি করে ছেঁকে রস বের করুন। এই রসে তুলা ভিজিয়ে লাগান চুলের গোড়ায়। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ কোনও শ্যাম্পু দিয়ে।
আরো পড়ুন:
ঘরেই করে নিন হেয়ার কালার
চুল দ্রুত লম্বা করার ৩টি উপাদান সম্পর্কে জেনে নিন
স্থায়ীভাবে খুশকি দূর করতে রসুনের ৫ ব্যবহার সম্পর্কে জেনে নিন
৩। অ্যালোভেরা জেল ব্লেন্ড করে মিহি করে নিন। এর সঙ্গে মেশান পেঁয়াজের রস। হেয়ার প্যাকটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
৪। পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে।
৫। বিট ও পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণ ছেঁকে রস বের করে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।