সিলিং ফ্যান পরিষ্কারের সহজ উপায় জানুন

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২৮, ২০২২

শীতকালে দীর্ঘদিনের জন্য ছুটি দেওয়ার আগে সিলিং ফ্যানগুলো পরিষ্কার করে নেওয়া জরুরী। তবে কাজটা একটু কষ্টকর।

বিছানার উপর বা উঁচু জায়গায় দাঁড়িয়ে ফ্যানের নাগাল পেতে হয়। পরিষ্কার করতে গিয়ে এত কষ্ট করেও পরিষ্কার করার পরও দেখা যায় আঠালো ময়লা লেগেই আছে। জেনে নিন কিছু দরকারি টিপস।

আরো পড়ুনঃ ঘরের কাজের মাধ্যমেই গড়ে তুলন আকর্ষণীয় ফিগার

- বালিশের কভার দিয়ে খুব সহজেই ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায়। এজন্য একটা সুতি কাপড়ের বালিশের কভার সামান্য ভিজিয়ে নিন। ফ্যানের ব্লেডে জামা পরানোর মতো করে সেটা পরিয়ে নিন। তারপর দুই হাতের সাহায্যে চেপে বের করে আনুন। এতে সব ময়লা বালিশের কভারের ভিতর গিয়ে পড়বে। বারবার পরিষ্কার করার প্রয়োজন হবে না।

- দীর্ঘদিন ফ্যান পরিষ্কার না করলে আঠালো হয়ে জমে থাকে ময়লা। এক্ষেত্রে প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে যেন ধুলো দূর হয়ে যায়। এরপর ভেজা কাপড় দিয়ে আরো একবার পরিষ্কার করতে হবে। শেষে সাবান পানি দিয়ে কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে ব্লেড।

- পাখা পুরোপুরি শুকালে তারপর ফ্যান ছাড়বেন।

- কখনো ময়লা কাপড় ব্যবহার করবেন না ফ্যান পরিষ্কার করার জন্য।

আরো পড়ুনঃ ‘ওয়াটার থেরাপি’ -তে আপনার ওজন কমিয়ে নিন খুব সহজে

- অবশ্যই বিছানার উপর খবরের কাগজ কিংবা পুরনো চাদর বিছিয়ে নেবেন ফ্যান পরিষ্কার করার আগে।

- ইউ শেপের কিছু লম্বা ব্রাশ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন ফ্যান পরিষ্কার করার জন্য।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment