চায়ের কাপের দাগ দূর করার কিছু টিপস
- ওমেন্স কর্নার
- জুলাই ২৫, ২০২৩
আজ থাকছে চায়ের কাপের দাগ দূর করার কিছু টিপস:
☕ বেকিং সোডা চায়ের কাপের এসব দাগ সহজেই তুলতে সাহায্য করে। চায়ের কাপে ভালো করে বেকিং সোডা লাগিয়ে এক ঘন্টা রেখে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।
☕ বাসন মাজার তরল সাবান বা ভিম কাপের দাগ হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন। এভাবে আধা ঘন্টা মত রেখে দিন। এবার স্ক্রাবার দিয়ে কাপের গায়ে একটু জোরে ঘষা দিলেই কাপের দাগ উধাও হয়ে যাবে।
আরো পড়ুন:
প্রেসার কুকার ব্যবহারকারীদের জন্য কিছু টিপস
ভুট্টার যত উপকারিতা
চিনির বদলে শরবত বানাতে কী ব্যবহার করবেন?
☕ অ্যাপেল সাইডার ভিনেগার কাপের দাগ তুলতে দারুণ কার্যকর। আধা কাপ গরম পানিতে দুই চামচ ভিনেগার মিশিয়ে তাতে ৩০ মিনিট দাগযুক্ত কাপটি ডুবিয়ে রাখুন। এরপর ঘষে নিয়ে কাপ ধুয়ে ফেলুন।
☕আধা চামচ লেবুর রস আর লবণ একসাথে মিশিয়ে মিশ্রণটি ভালো করে কাপের গায়ে লাগিয়ে নিন।এক ঘণ্টা পর হালকা গরম পানিতে কাপ ধুয়ে নিন।
এভাবে পরিষ্কার করলে কাপ হয়ে যাবে একদম নতুনের মতো উজ্জ্বল।