ঘর থেকে দূর করুন তেলাপোকা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ৩১, ২০২৩

ঘর পরিষ্কার রাখার পাশাপাশি তেলাপোকা দূর করার সহজ ঘরোয়া উপায় সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। আসুন জেনে নেই...

ঘরবাড়ি পরিষ্কার রাখা: তেলাপোকার যন্ত্রণা থেকে বাঁচতে এর বিকল্প নেই। তেলাপোকা খাবার ও ময়লা পছন্দ করে এবং সেখানেই বাসা বাঁধে। নিয়মিত বাড়ি ঘর পরিষ্কার করা হলে, তেলাপোকা বাসা বাঁধতে পারে না।

চুলের স্প্রে ব্যবহার: তেলাপোকার উপর চুলের স্প্রে করলে তা আর নড়তে পারে না এবং একটা পর্যায়ে দুর্বল হয়ে যায় তখন তা সরিয়ে বা মেরে ফেলতে পারেন।

আরো পড়ুনঃ সুস্থ রাখবে সহজ এই টিপস!

তেজপাতা: তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়া করে তা ছড়িয়ে রাখুন। তেলাপোকা কোথায় বাসা বেঁধেছে তার জেনে থাকলে সেখানে ছিটিয়ে দিন। এর গন্ধে তেলাপোকা সেই স্থান ত্যাগ করবে।

আঠার ব্যবহার: এই পদ্ধতি খুব সহজ ও কার্যকর। উন্নত মানের আঠা, যেমন- ডাক টেপ ঘরের বিভিন্ন স্থানে আঠালো অংশ উপরিভাগে দিয়ে রেখে দিন। এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে তেলাপোকা আটকে যাবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment