বাড়িতেই বানিয়ে নিন এয়ার ফ্রেশনার

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ১৯, ২০২২

কৃত্রিম সুগন্ধির পরিবর্তে বাড়িতে যদি প্রাকৃতিক সুগন্ধ যোগ করা যায় সেটা আরও বেশি ভালো হয়। যা আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন। এতে আপনার বাড়তি খরচ কমবে। আজই আপনার পছন্দের সুগন্ধি তৈরি করে নিন।

চলুন তবে জেনে নেয়া যাক কিভাবে বাড়ির জন্য নিজের পছন্দস‌ই সুগন্ধি তৈরি করবেন...

- লেবু ও রোজমেরির সুগন্ধি তৈরি করতে একটি পাত্রে কাটা লেবু, তাজা রোজমেরি এবং ১ টেবিল চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে চুলায় রেখে কিছুক্ষণ গরম করুন। তারপর পাত্রটিতে কিছুটা পানি যোগ করুন এবং কম আঁচে গরম করতে দিন। কিছুক্ষণ পর নামিয়ে ঠান্ডা করে স্প্রে বোতলে ঢেলে নিন।

আরো পড়ুনঃ কাঠবাদামের লাড্ডু

- প্রাকৃতিক সুবাস তৈরি করতে লেবুর খোসা কমলার খোসা বা অন্যান্য কোন পছন্দের সাইট্রাস ফলের খোসা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এবারে এতে অ্যাসেনশিয়াল অয়েল দিয়ে নামিয়ে নিন। অ্যাসেনশিয়াল অয়েল প্রাকৃতিক সুগন্ধি আনতে সহায়তা করে। এখন একটি স্প্রে বোতলে ঢেলে সারা বাড়িতে এটি ব্যবহার করতে পারেন।

- পটপৌরির আলাদা একটি সুগন্ধ আছে। এর জন্য আপনি গাছ লাগাতে পারেন আবার পটপৌররি পাতা দিয়েও সুগন্ধি বানাতে পারেন। দীর্ঘস্থায়ী সুবাসের জন্য অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment