চুল সিল্কি করতে কলা দিয়ে বানিয়ে ফেলুন কন্ডিশনার, যা যা লাগবে

  • ওমেন্স কর্নার
  • আগস্ট ১, ২০২৫

কলার কন্ডিশনার চুলে নিয়ে আসে নরম ও কোমল ভাব। ফলে চুলের জট ছাড়ানো সহজ হয়। চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করতেও  পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কলার জুড়ি নেই। জেনে নিন কীভাবে বানাবেন কলার কন্ডিশনার। 

যা যা লাগবে কন্ডিশনার তৈরি করতে 
২ বা ৩টি কলা
২ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ টক দই 
২ টেবিল চামচ নারকেল দুধ
১ টেবিল চামচ নারকেল তেল
২ টেবিল চামচ অলিভ অয়েল 
কয়েক ফোঁটা গোলাপজল

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
একটি পাত্রে কলা ছোট ছোট টুকরো করে কেটে নিন। বাকি সব উপকরন মিশিয়ে ব্লেন্ড করে নিন। চুলের জট ছাড়িয়ে ভিজিয়ে নিন। একটি চওড়া দাঁতের চিরুনির সাহায্যে চুলে কলার কন্ডিশনারটি লাগান। আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন। শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। 

Leave a Comment