বারো মাসে তের পার্বণের নাম

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ২৬, ২০২২

কথায় আছে, হিন্দু ধর্মাবলম্বীদের বারো মাসে তের পার্বণ। কিন্তু বাস্তবে বারো মাসে আরো অনেক ধরনের পূজা পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। বারো মাসে উল্লেখযোগ্য বিভিন্ন ধরনের পূজার তালিকা দেয়া হলো।

হিন্দুধর্ম অনুসারে প্রতি বছর ১৩ পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। ১৩ পার্বণ শুধুমাত্র পূজাগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় না, বিশেষ বিশেষ দিনে বিশেষ কিছু পার্বণ উদযাপিত হয়ে থাকে। যেই ১৩টি উৎসবকে কেন্দ্র করে বারো মাসে তের পার্বণ কথাটি প্রচলিত। আসুন জেনে নেই...

আরো পড়ুনঃ সকালের ক্লান্তি কাটানোর উপায়

নববর্ষ - বৈশাখের ১ তারিখ।

জামাইষষ্ঠী - জৈষ্ঠ্যমাসের শুক্লা ষষ্ঠীতে।

রথযাত্রা - আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথীতে।

মনসা পূজা - শ্রাবণ মাসের শেষ দিনে।

জন্মাষ্টমী - ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথীতে।

বিশ্বকর্মা - ভাদ্র মাসের সংক্রান্তির দিন।

দুর্গাপূজা - আশ্বিন মাসের শুক্লপক্ষে।

ভাই ফোঁটা - কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথীতে।

আরো পড়ুনঃ চাল বা শুকনা খাবার পোকা মুক্ত রাখার উপায়

নবান্ন - অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর।

পৌষ পার্বণ - পৌষ মাসের সংক্রান্তিতে।

স্বরসতী পূজা - মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথীতে।

হোলি - ফাল্গুন মাসের পূর্ণিমা তিথীতে।

চড়ক পূজা - চৈত্রের শেষ দিনে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment