চাল বা শুকনা খাবার পোকা মুক্ত রাখার উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ২৪, ২০২২

চাল বা বিভিন্ন শুকনা খাবারে বাসা বাঁধে পোকা। চাল পোকা মুক্ত রাখতে মেনে চলুন কিছু সহজ টিপস।

- চাল মুখবন্ধ কন্টেইনারে সংরক্ষণ করবেন। কয়েকটি তেজপাতা কিংবা নিম পাতা দিয়ে দিন চাল রাখার পাত্রে। পোকা আসবে না।

- কয়েকটি লবঙ্গ ফেলে দিন চালের মধ্যে। পোকামুক্ত থাকবে চাল।

আরো পড়ুনঃ প্রসব বেদনা কমায় যেসব খাবার

- খোসাসহ কয়েকটি রসুন রেখে দিন চালের মধ্যে। শুকিয়ে গেলে বদলে দেবেন রসুনগুলো।

- মাঝেমধ্যে কড়া রোদে দেবেন চাল। পোকা আক্রমণ করবে না।

- পাত্রে কয়েকটি শুকনা মরিচ রাখলেও মুক্তি মিলবে পোকা থেকে।   

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment