জন্মদিনে বা কোন অনুষ্ঠানে শিশুকে বই দিন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ১৪, ২০২২
বর্তমানে শিশু কিংবা কিশোর সবাই মোবাইলে আসক্ত। মোবাইল আসক্তি ঘটাচ্ছে নানা সমস্যা। জন্মদিন বা কোন অনুভব শিশুকে উপহার দিন বই। মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন আপনার বাড়ন্ত বাচ্চাকে।
মোবাইলের প্রতি আসক্তি চোখের সমস্যাসহ নানারকম খারাপ অভ্যাসের জন্ম দেয়। অভিভাবক হিসেবে তাই সচেতনতা জরুরি।
বইঃ শিশুর জন্মদিনে উপহার দিতে পারেন বই। শুনতে আশ্চর্য লাগছে? আশ্চর্য লাগলেও এটাই সত্যি। এখন থেকে তাকে গল্প শোনার অভ্যাস করালে মস্তিষ্ক বিকশিত হবে, পড়ার প্রতি ঝোঁক বাড়বে।
আরো পড়ুনঃ আপনার ওজন বাড়াবে প্রতিদিনের যে খাদ্য তালিকা !
খেলনাঃ রঙ বেরঙের খেলনা বা অক্ষরের ব্লক শিশুর জ্ঞান বিকাশে খুবই কার্যকর। জন্মদিনে এটাই হতে পারে আদর্শ উপহার। মজার খেলা খেলতে খেলতে আপনার শিশুর প্রাথমিক পাঠও শুরু হয়ে যাবে।
নকল বাজনাঃ শিশুদের মিঠে সুর খুবই পছন্দের। খেলনা পিয়ানো, খেলনা গিটার কিনে দিন আপনার শিশুকে। এগুলোই যদি ধ্যান-জ্ঞান হয়ে ওঠে, তাহলে বড় হয়ে গুণী হয়ে উঠবে সে!
দোলনাঃ শিশু থেকে বাড়ন্ত হওয়ার সময় দোলনা বেশ কাজে লাগে। দোলনা ধরতে ধরতে শিশু শক্ত কিছু আঁকড়ে ধরা শিখবে।
সঞ্চয়ঃ শিশুকে উপহার দেওয়ার পাশাপাশি শুরু থেকে আগামী নিয়ে ভাবতে শেখান। জন্মদিনে শিশুকে অর্থ সঞ্চয় করতে শেখান।